Compensation to Tata for Singur: ৭৬৮ কোটি নয়, টাটাকে ১৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে সরকারকে! Updated: 03 Nov 2023, 01:19 PM IST Abhijit Chowdhury সিঙ্গুরে কারখানা উচ্ছেদের মামলায় টাটাদের পক্ষে রায় দিয়েছে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল। এর ফলে টাটাকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে।