Covid-19 Fourth Wave: ফের দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন আগামিকাল। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে ফের একটি সংক্রমণের ঢেউ আছড়ে পড়ার শঙ্কায় ভুগছেন অনেকেই। এই আবহে সম্ভাব্য চতুর্থ ঢেউ নিয়ে মুখ খুললেন সিএমসি ভেল্লোরের প্রফেসর তথা দেশের অন্যতম সেরা ভাইরলজিস্ট ডঃ জেকব জন।