CFL 2023 fixtures revised: কলকাতা লিগে এগিয়ে এল মোহনবাগানের ম্যাচ, আরও পরে মাঠে নামবে মহমেডান, দেখুন সূচি Updated: 08 Aug 2023, 06:06 AM IST Ayan Das CFL 2023 fixtures revised: চারদিন এগিয়ে এল মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। তিনদিন পিছিয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। কলকাতা ফুটবল লিগের সেই সংশোধিত সূচি প্রকাশ করল আইএফএ। পরিবর্তিত সূচি অনুযায়ী, কবে মোহনবাগান খেলবে, কবে মহমেডান খেলবে, তা জানানো হল।