CBI investigation in Manipur incident: মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানোয় CBI তদন্ত, জানানো হবে BJP-র অসমে শুনানির আর্জি Updated: 27 Jul 2023, 08:05 PM IST Ayan Das CBI investigation in Manipur incident: মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানোয় সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রের। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, অসমে সেই মামলার শুনানির আর্জি জানানো হবে।