CBI on RG Kar Probe: 'আরজি কর কাণ্ডে ৫ তারিখ ভালো খবর আসতে পারে বলে জানিয়েছে CBI' Updated: 01 Sep 2024, 11:44 AM IST Abhijit Chowdhury আরজি করে চিকিৎসক খুনের ঘটনার তদন্তে সিবিআই যে ঠিক কতদূর এগিয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মনে। এই আবহে 'চাপে থাকা' শাসকদলও নিজেদের ওপর থেকে চাপ সরিয়ে সিবিআই-এর ওপরে চাপ সৃষ্টির চেষ্টা করছে।