Big Update for 7th Pay Commission Employees: ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীরা আরও এক সুখবর পেতে পারেন, দাবি রিপোর্টে Updated: 11 Feb 2025, 11:24 AM IST Abhijit Chowdhury অষ্টম বেতন কমিশন ঘটনের বিষয়টি ইতিমধ্যেই অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট। এই আবহে মনে করা হয়েছিল বাজেটে এই সংক্রান্ত ঘোষণা হতে পারে। তবে তা হয়নি। তাই সরকারি কর্মীদের মনে প্রশ্ন, কবে গঠন করা হবে অষ্টম বেতন কমিশন?