বিরাট কোহলির অধিনায়কত্বের জমানায় চালু হওয়া এক নিয়মই ফেরানো হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় বরাবরই ফিটনেসকে বাড়তি গুরুত্ব দিতেন। নিজে যেমন ফিট থাকতেন, তেমন দলের সব ক্রিকেটারের ফিট থাকা তিনি পছন্দ করতেন। সেই জন্য রবি শাস্ত্রী জমানায় চোটাঘাতে এত ক্রিকেটার ভুগত না।