Home Remedies for Back Pain: ঘরে থাকা এই মশলাপাতি দিয়েই শীতে পিঠের ব্যথা সহজে সারিয়ে ফেলুন, রইল টিপস Updated: 04 Feb 2023, 03:49 PM IST Sritama Mitra পেটের সমস্যায় জোয়ান যেমন দারুন কার্যকরী ফল দেয়, তেমনই শরীরে ব্যথা বেদনায় দারুন কাজ দেয় জোয়ান। গরম জলে জোয়ান ফেলে তা পান করে নিতে পারেন সকালে। কিম্বা সেই জল ব্যথার জায়গায় দিতে পারেন। মিলবে উপকার। আর কোন কোন উপায়ে পিঠের ব্যথা সারানো যায় দেখে নিন।