Harmilan Bains in Asian Games 2023: ২০০২ সালে ৮০০ মিটারে রুপো জিতেছিলেন মা, ২১ বছর পর সেই বিভাগেই সিলভার হারমিলানের Updated: 04 Oct 2023, 06:30 PM IST Ayan Das এশিয়ান গেমস, ৮০০ মিটারের রেস, রুপো - ২১ বছরের ব্যবধানে মিলে গেলেন মা এবং মেয়ে। ২০০২ সালে এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন মা মাধুরী সিং। আর ২০২৩ সালে সেই একই ইভেন্টে রুপো জিতলেন মেয়ে হারমিলান বেইনস। যা এবারের এশিয়ান গেমসে হারমিলানের দ্বিতীয় রুপো।