Amitabh Bachchan: ৭০ লক্ষ টাকায় তৈরি সিনেমা ভেঙেছিল বহু রেকর্ড, অমিতাভের কোন ছবি সেটা জানেন? Updated: 19 Apr 2025, 04:22 PM IST Swati Das Banerjee Amitabh Bachchan: ৮২ বছর বয়সী অমিতাভ বচ্চন আজও নিজেকে ডুবিয়ে রাখেন কাজে। কাজ ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না তিনি। বলিউডকে তিনি দিয়েছেন বহু হিট সিনেমা। অমিতাভের এই সিনেমা তৈরি হয়েছিল মাত্র ৭০ লাখ টাকায়, কিন্তু উপার্জন করেছিল কয়েক কোটি টাকা।