সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা (NEET PG) কবে হতে চলেছে, তা ঘোষণা করল ‘ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস’ (NBEMS)। মার্চে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেই পরীক্ষা এবার জুলাইয়ে হবে। কবে পরীক্ষা হবে, কতদিনের মধ্যে কাউন্সেলিং হবে, তা দেখে নিন।