Aadhaar Deactivation Latest Update: 'চিঠি হাতে নিলেই নাগরিকত্ব যাবে...', আধার নিষ্ক্রিয় বিতর্কে জেরবার বাংলা Updated: 18 Feb 2024, 12:51 PM IST Abhijit Chowdhury বিগত বেশ কয়েকদিন ধরেই আধার বিতর্কে আতঙ্কিত বাংলার বহু বাসিন্দা। অনেকের কাছেই আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি যাচ্ছে। ডাকযোগে সেই সব চিঠি যাচ্ছে। এই আবহে এবর নয়া বিতর্ক তৈরি হল এই আধার নিষ্ক্রিয়তার নোটিশ ঘিরে।