দিল্লিতে প্রায় ১০ কোটি টাকার ৮০ লাখ সিগারেট পুড়িয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে। একটি বিশেষ অভিযানের অধীনে এই সিগারেটগুলি পুড়িয়ে ফেলা হবে? তবে এত সংখ্যক সিগারেট একসঙ্গে কেন পোড়ানো হবে? জানা গিয়েছে, এই সব সিগারেট বিদেশি। বেআইনি ভাবে সেগুলিকে দেশে আনা হয়েছিল। তাই তা পুড়িয়ে ফেলা হবে।