DA Hike Surprise Chance in State: ৪ নয়, রাজ্য সরকারি কর্মীদের মান ভাঙাতে একেবারে ৮% ডিএ বৃদ্ধির চমক দেবে সরকার?
Updated: 09 Mar 2024, 11:40 AM IST Abhijit Chowdhury 09 Mar 2024 7th pay commission, 6th pay commission, madhya pradesh, da hike, dearness allowance, state government employees, salary of state government employees, সপ্তম বেতন কমিশন, মধ্যপ্রদেশ, ডিএ বৃদ্ধি, মহার্ঘ ভাতা, রাজ্য সরকারি কর্মীদের বেতন৪ শতাংশ ডিএ বাড়তে চলেছে রাজ্যে। তবে এরই মাঝে কেন্দ্রের তরফ থেকে সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। আর তাই রাজ্য ও কেন্দ্রীয় সরাকরি কর্মীদের ডিএ-র ফারাক ফের বাড়বে। তাই ক্ষুব্ধ রজ্য সরকারি কর্মীরা। সেই মান ভাঙাতে কি রাজ্য সরকার একেবারে ৮ শতাংশ হারে ডিএ বাড়াবে এবার?
পরবর্তী ফটো গ্যালারি