DA Hike in State before LS Vote: পড়শি রাজ্য বাড়িয়েছে ১৬% পর্যন্ত, তা দেখে এই রাজ্যও ভোটের আগেই বাড়াল ডিএ Updated: 13 Mar 2024, 10:40 AM IST Abhijit Chowdhury কেন্দ্রের পরে একাধিক রাজ্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে শুরু করেছে। এই আবহে পড়শি রাজ্যের ডিএ বৃদ্ধির ঘোষণার পরই নড়চড়ে বসে এই রাজ্য। এই আবহে মঙ্গলে মঙ্গলবার্তা বয়ে আনল রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তি। পূরণ হল রাজ্য সরকারি কর্মীদের আশা।