6th Pay Commission: ডিএ ইস্যুতে এবার সরকারকেই চাপে ফেললেন তৃণমূল নেতা, তুললেন বিস্ফোরক দাবি
Updated: 21 Feb 2023, 08:41 AM IST Abhijit Chowdhury 21 Feb 2023 6th pay commission, dearness allowance, trinamool congress, da protest, da arrear, বকেয়া ডিএ, ডিএ কর্মবিরতি, ডিএ আন্দোলন, ষষ্ঠ বেতন কমিশন, মহার্ঘ ভাতা, তৃণমূল কংগ্রেস, সরকারি কর্মচারীরাজ্য বাজেটে তিন শতাংশ ডিএ বৃদ্ধি করে কেন্দ্রকে পালটা তোপ দাগা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মনে করা হয়েছিল, আপাতত ডিএ নিয়ে আন্দোলনের আঁচ কিছুটা হলে কমবে এতে। তবে ঘটেছে ঠিক তার বিপরীত। রাজ্যের 'ভিক্ষা' নিতে অস্বীকার করা কর্মচারীরা আরও তীব্র আন্দোলন শুরু করেছেন। এরই মধ্যে বিস্ফোরক তৃণমূলেরই সরকারি কর্মচারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ চক্রবর্তী।
পরবর্তী ফটো গ্যালারি