State Govt Employees Salary: সরকারি কর্মীদের মান ভাঙাতে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, উলটে বোঝা বাড়বে রাজ্যের ওপরেই? Updated: 25 Feb 2024, 04:48 PM IST Abhijit Chowdhury রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে একলাফে ২৪ শতাংশ বরাদ্দ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে চাপা গুঞ্জন শুরু হয়েছে। এই আবহে রাজ্যের সার্বিক আর্থিক হাল হকিকত কেমন হবে?