6th Pay Commission latest update: রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সরকারি কর্মীদের জন্য সুখবর, বড় দাবি শাসকদলের শীর্ষ নেতার Updated: 23 May 2024, 01:05 PM IST Abhijit Chowdhury রাজ্যে শীঘ্রই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে সরকারি কর্মীদের জন্য। এমনই বড় দাবি করলেন এই রাজ্যের শাসকদলের শীর্ষ নেতা। এই আবহে ভোটের ফল প্রকাশের পরই সরকারি কর্মীদের মুখে হাসি ফুটতে পারে বলে ইঙ্গিত মিলেছে।