6th Pay Commission Dearness Allowance Protest: বড় পদক্ষেপের পথে সংগ্রামী যৌথ মঞ্চ, ডিএ আন্দোলনে এবার কোন মোড়?
Updated: 13 Jun 2023, 08:01 AM IST Abhijit Chowdhury 13 Jun 2023 songrami joutho moncho, 6th pay commission, 7th pay commission, panchayat elections 2023, calcutta high court, central force, কেন্দ্রীয় বাহিনী, কলকাতা হাই কোর্ট, ষষ্ঠ বেতন কমিশন, সপ্তম বেতন কমিশন, পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীঅল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় এই আন্দোলন চলছে। বেশ কয়েকবার পথে নেমে আন্দোলন করেছেন তারা। দ্বারস্থ হয়েছেন আদালতে। এবার ফের পথে নামার হুঁশিয়ারি মঞ্চের।
পরবর্তী ফটো গ্যালারি