22 Chinese Villages near Doklam: ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডে ২২টি গ্রাম গড়ে তুলেছে চিন, দাবি রিপোর্টে Updated: 18 Dec 2024, 11:32 AM IST Abhijit Chowdhury চিনের আগ্রাসী মনোভাব বারংবার সামনে এসেছে। ভারতের লাদাখ হোক কি ভুটানের ডোকলাম... আর এবার একটি রিপোর্টে দাবি করা হল, ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডে ২২টি গ্রাম তৈরি করেছে চিন। যা দিল্লির জন্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।