Rahul Gandhi Slams Arvind Kejriwal: তিনি শীশমহলে আর আপনাদের খেতে হয় নোংরা জল, কেজরিওয়ালকে বড় চ্যালেঞ্জ রাহুলের
1 মিনিটে পড়ুন Updated: 29 Jan 2025, 08:06 PM ISTযমুনা ইস্যুতে সরগরম দিল্লি। এবার কেজরিওয়ালকে তুমুল কটাক্ষ করলেন রাহুল গান্ধী।

যমুনা ইস্যুতে সরগরম দিল্লি। এবার কেজরিওয়ালকে তুমুল কটাক্ষ করলেন রাহুল গান্ধী।
ভোটের আগে জমে উঠেছে যমুনাকে নিয়ে লড়াই।
দূষিত যমুনা নিয়ে আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার আক্রমণ অব্যাহত রেখেছেন।
রাহুল বলেন, পাঁচ বছর আগে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, তিনি যমুনা নদীতে স্নান করবেন এবং যমুনা নদীর জল পান করবেন। পাঁচ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেজরিওয়ালজি যমুনার জল পান করেননি। আপনাকে নোংরা জল পান করতে হবে কিন্তু কেজরিওয়ালজি একটি শীশমহলে থাকেন। কোটি কোটি টাকার বাড়িতে থাকেন তিনি। তিনি পরিষ্কার জল পান করেন এবং আপনাদের মিথ্যা বিবৃতি দেন,' দিল্লির বাওয়ানায় একটি সমাবেশে রাহুলকে উদ্ধৃত করে এএনআই একথা জানিয়েছে। দিল্লিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যমুনা নদী পরিষ্কার করবেন এবং তার জল পান করবেন। আমি ওকে চ্যালেঞ্জ করছি আজ গিয়ে যমুনা নদীর জল খেয়ে নিন। কংগ্রেস আর অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে এটাই পার্থক্য। কেজরিওয়ালজি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেন। বলেন কেজরিওয়াল। আমরা কর্মসংস্থান, উন্নয়ন ও অগ্রগতির কথা বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শীলা দীক্ষিতের আমলে দিল্লিতে রাস্তা তৈরি হয়েছিল। উন্নয়ন হয়েছে। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিইনি। কেজরিওয়ালজি এবং মোদীজি দু'জনেই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। বলেন রাহুল গান্ধী।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports