Congress MP linked to ₹250 Cash recovery: আয়কর হানায় উদ্ধার ২৫০ কোটি নগদ! মামলায় নাম জড়ানো কংগ্রেস সাংসদ কে?
2 মিনিটে পড়ুন Updated: 09 Dec 2023, 07:56 AM ISTএই ঘটনার পর থেকেই রাজনৈতিক পারদ চড়েছে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুকে ঘিরে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে নমো লেখেন, 'যাদের থেকে এই টাকা লুট করা হয়েছে, তাদের কাছে এই টাকা ফেরানো হবে। এটা মোদীর প্রতিশ্রুতি।'
একাধিক আলমারিতে সাজানো নোটের বান্ডিল