দিল্লির কৃষক আন্দোলেন নেতৃত্ব প্রদানকারী অন্যতম সংগঠন সংযুক্ত কিষান মোর্চা কি ভোটে লড়বে? এনিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন সংযুক্ত কিষান মোর্চা ভোটে লড়বে না। যারা ভোটে দাঁড়াবে তাদের সঙ্গে কিষান মোর্চার কোনও ব্যাপার নেই। এদিকে ২২টি কৃষকদের সংগঠন ইতিমধ্য়েই একটি ফ্রন্ট তৈরি করে আসন্ন পঞ্জাব নির্বাচনে ভোটে লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই রাজনৈতিক মঞ্চের নাম দেওয়া হয়েছে সংযুক্ত সমাজ মোর্চা। এই নয়া সংগঠন পঞ্জাব বিধানসভার ১১৭টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে রাজ্যের যে ৩২টি কৃষক সংগঠন এতদিন ধরে কৃষক আন্দোলন চালিয়েছে তার মধ্যে ১০টি সংগঠন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ভোটে লড়ছে না। এদিকে রাকেশ টিকায়েত জয়পুরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না। সংযুক্ত মোর্চা ভোটেও লড়বে না। যারা ভোটে লড়ছে সেটা তাদের ব্যাপার। আমাদেরটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। এদিকে পঞ্জাবের কৃষকদের নিয়ে রাজনৈতিক মঞ্চ প্রসঙ্গে তিনি বলেন, ১৫ তারিখে আমরা আলোচনায় বসব। তখনই যা বলার বলব। এদিকে উত্তরপ্রদেশ নির্বাচনে মোর্চার অবস্থান কী হবে সেই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন বিধি লাগু হওয়ার পর সবটা বলব। তবে তাঁর কথায় উত্তরপ্রদেশে কারা ক্ষমতায় আসবে তা ঠিক করবেন কৃষকরাই।