লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়েনাড়, দুই কেন্দ্র থেকেই ভোটে জয়ী হন। পরে তিনি উত্তর প্রদেশের রায়বরেলি কেন্দ্র ধরে রাখেন ও কেরলের ওয়েনাড় থেকে সরে যান। ফলে শূন্য ওই ওয়েনাড় কেন্দ্রে এবার উপনির্বাচন। আর রাহুলের ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে তাঁর বোন প্রিয়ঙ্কা সেখানে কংগ্রেসের প্রার্থী। কংগ্রেসের এমন এক পোক্ত আসনে প্রিয়ঙ্কাকে চ্যালেঞ্জ দিতে বিজেপি ময়দানে নামাচ্ছে নব্যা হরিদাসকে। কে এই নব্যা হরিদাস? দেখে নেওয়া যাক।
প্রিয়াঙ্কা বনাম নব্যা:-
৫২ বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধীকে ভোটের ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিজেপি তাঁর বিরুদ্ধে ময়দানে নামিয়েছে ৩৬ বছরের দিব্যা হরিদাসকে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে নব্যা হরিদাস একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কালিকট বিশ্ববিদ্যালয়ের কেএমসিটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন তিনি। ২০০৭ সালে তিনি পাশ করেছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীর শিক্ষাগত যোগ্যতা হিসাবে উইকিপিডিয়া তুলে ধরেছে, তিনি সাইকোলজিতে স্নাতক। তিনি দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজের প্রাক্তনী। পরে তিনি বুদ্ধিস্ট স্টাডিসে স্নাতোকোত্তর পাশ করেন। ১৯৯৭ সালে প্রিয়াঙ্কা রবার্ট বঢরাকে বিয়ে করেন।
( Cerelac Without Refined Sugar: বিতর্কের ঝড়ের ৬ মাসের মধ্যেই ‘রিফাইন্ড সুগার’ ছাড়া সেরেল্যাক বাজারে এল)
( Maharashtra Election 2024: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত জামিন পেতেই যোগ শিবসেনায়, ভোটের মুখে বিতর্কে NDA)
( Khaled Mashal-Hamas: সিনওয়ারের মৃত্যুর পর হামাসের প্রধান খালেদ মশাল! এককালে বিষ দিয়েও মারতে পারেনি ইজরায়েল)