Vladimir Putin wins Russian Election: ৮৭.৯৭% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী পুতিন, বিদেশ থেকে ভোট নাভালনি পত্নীরও Updated: 18 Mar 2024, 07:53 AM IST Abhijit Chowdhury প্রত্যাশামতোই রুশ প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেন ভ্লাদিমির পুতিন। কার্যত 'বিরোধীহীন' নির্বাচনে পুতিনের ঝুলিতে জমা পড়ে প্রায় ৮৮ শতাংশ ভোট। এই আবহে আরও এক দফায় ক্রেমলিনের মসনদে বসতে চলেছেন পুতিন।