মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্কের সঙ্গেই বিবেক রামাস্বামীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন।তবে বিবেক রামাস্বামী এখন আর সেই ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) অংশ নন।
সোমবার ট্রাম্প দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা পরেই রামস্বামীর সরকারি দক্ষতা বিভাগ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী রামস্বামী ওহাইওর গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।
কমিশনের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, ‘বিবেক রামস্বামী আমাদের ডিওজিই তৈরিতে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ’তিনি শিগগিরই নির্বাচিত অফিসের জন্য প্রার্থী হতে চান, যার জন্য তাকে ডিওজিইর বাইরে থাকতে হবে, আমরা আজ যে কাঠামো ঘোষণা করেছি তার ভিত্তিতে। আমরা গত দুই মাসে তার অবদানের জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই এবং আশা করি আমেরিকাকে আবার মহান করে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।