Vinesh Phogat: 'প্রতিটি মেয়ের লড়াই', হরিয়ানায় কংগ্রেসের মান রক্ষা করলেন ভিনেশ
1 মিনিটে পড়ুন Updated: 08 Oct 2024, 04:53 PM ISTহরিয়ানার জুলানা আসনে বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে হারিয়ে জয়ী হয়েছেন ভিনেশ ফোগাট।
হরিয়ানার জুলানা আসনে বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে হারিয়ে জয়ী হয়েছেন ভিনেশ ফোগাট।
রাজনৈতিক মঞ্চে এসেই বিরাট সফল হলেন ভিনেশ ফোগট। ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি।
২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসনে জয়ী কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট বলেছেন, তাঁর জয় ‘প্রতিটি মেয়ের, প্রতিটি মহিলার লড়াইয়ের প্রতিনিধিত্ব করে যারা লড়াইয়ের পথ বেছে নেয়’ এবং এটিকে 'প্রতিটি সংগ্রামের, সত্যের জয় হিসাবে প্রশংসা করেছেন।
এই লড়াই প্রতিটি মেয়ের, প্রতিটি নারীর, যারা লড়াইয়ের পথ বেছে নেয়। এ বিজয় সকল সংগ্রামের, সত্যের বিজয়। এই দেশ আমাকে যে ভালবাসা ও বিশ্বাস দিয়েছে তা আমি বজায় রাখব,' কুস্তিগীর থেকে কংগ্রেসে যোগ দেওয়া ভিনেশ একথা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের জন্য হরিয়ানায় জয়ী হতে চলেছে, কিন্তু ভিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী।
জুলানা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে হারিয়ে জয়ী হয়েছেন ভিনেশ ফোগাট। প্রাক্তন কুস্তিগীর তার প্রতিদ্বন্দ্বীকে ৫৭৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।