আরও একবার ভাঙা হল বাংলার মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তবে তা বাংলার বুকে নয়, ঘটেছে ভিন রাজ্যে। বিজেপি শাসিত ত্রিপুরার এক কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। এই ঘটনা ২০১৯ সালে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার দুর্বিসহ ফের একবার মনে করিয়ে দেয়।
২০১৯ সালে কলকাতার বুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বয়ে গিয়েছিল নিন্দার ঝড়। উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় সেই ঘটনারই পুরনাবৃত্তি হল। ত্রিপুরার কমলপুর কলেজ বিল্ডিংএর সামনে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ রয়েছে। বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। তা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। ওঠে নিন্দার ঝড়। কে বা কারা এর নেপথ্যে তা নিয়ে রয়েছে জল্পনা। শিক্ষানুরাগী, শিক্ষার্থী থেকে সুশীল সমাজ এই ঘটনায় নিন্দার ঝড় তোলে। উল্লেখ্য, কলেজ বিল্ডিং এ ঢোকার রাস্তাতেই রয়েছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। সেই মূর্তির এমন অবস্থা দেখে কার্যত লজ্জায় পড়েছেন অনেকেই।
কলেজের সামনে বিদ্যাসাগরের মূর্তির সামনে ছিল লোহা দিয়ে ঘেরাটোপ। সেই লোদার ঘেরাটোপও ভেঙে দেয় দুষ্কৃতীরা। বিদ্যাসাগরের মূর্তিতে ভয়াবহ আঘাত হানা হয়েছে। তাঁর মূর্তির মাথার অংশে রয়েছে আঘাতের চিহ্ন। গলায় পরানো মালা গিয়েছে ঘুরে। কলেজের শিক্ষক, পড়ুয়া, অশিক্ষক কর্মচারী সকলেই আতঙ্কিত হয়ে ওঠেন ঘটনা দেখে। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দায় সরব হন অনেকেই।
( US Election-Axis Survey: লোকসভার এক্সিট পোল না মেলায় কেঁদেছিলেন, অ্যাক্সিসের প্রদীপ গুপ্তর টিম US ভোটে পেলেন ফুল মার্কস)
( US Election 2024 Latest: ট্রাম্পের পার্টির রঙের লাল পোশাকে ভোট দিতে গিয়েছিলেন বাইডন-পত্নী! প্রশ্নের বন্যা নেটপাড়ায়)
( Mamata Banerjee on Chhath Puja:ছট পুজো নিয়ে গান লিখলেন মমতা, কবে আসবে প্রকাশ্যে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী)
২০১৯ সালে কী ঘটেছিল?
এর আগে, ২০১৯ সালে কলকাতার বিদ্যাসাগর কলেজের অন্দরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। ঘটনায় তোলপাড় চলে রাজ্যে। সেবার সামনেই ছিল ভোট। কলকাতায় তখন তুঙ্গে রাজনৈতিক প্রচার। সেদিন কলকাতায় ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। তার মাঝেই এই ঘটনা ঘটে। তৃণমূল অভিযোগ তোলে বিজেপির দিকে। ২০১৯ সালের মে মাসে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন শহরের মানুষ। রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের প্রতিবাদে ক্ষোভের সঙ্গে মিশেছিল এই সুর। রাজ্যের নানান প্রান্তে বের হয়েছিল প্রতিবাদ মিছিল।