অলোক কে এন মিশ্র
দিল্লির আবগারি মামলায় জামিন পেয়েছেন আপ নেতা সঞ্জয় সিং। সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। আর এই ঘটনাটে সত্যের জয় বলে উল্লেখ করেছেন আপ নেতৃত্ব। আপ এক্স হ্যান্ডেলে লিখেছে, সত্য়ের জয় হয়েছে। সেই দিন আর বেশি দূরে নেই। এবার আপের বিরুদ্ধে বিজেপি যে ষড়যন্ত্র করেছিল তা প্রকাশ্য়ে আসবে।
মঙ্গলবার বিকালে আপের সদর দফতরে একটা সাংবাদিক বৈঠক হয়। সেখানে আপের তরফে একাধিক নেতা নেত্রীরা ছিলেন। আপ মন্ত্রী অতিশী জানিয়েছেন, এটা প্রমাণিত যে সত্য প্রকাশিত হবেই। গত দু বছর ধরে একের পর এক আপ নেতা নেত্রীদের সাজানো মামলায় জেলে ভরে ফেলা হয়েছে। কিন্তু সঞ্জয় সিংয়ের জামিন এটা প্রমাণ করল যে সত্য়ের জয় হবেই। দু বছর ধরে তদন্ত চলছে। কিন্তু আপ নেতাদের কাছ থেকে কোনও টাকা বাজেয়াপ্ত করা হয়নি।
আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, সঞ্জয় সিংয়ের জামিন এটা প্রমাণ করে যে আজ গণতন্ত্রের একটা বড় দিন। আপ নেত্রী জেসমিন শাহ জানিয়েছেন, শীঘ্রই এই মিথ্যা ষড়যন্ত্র একদিন ভেঙে পড়বে।
আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর জানিয়েছেন, প্রথম থেকে আমরা বলে আসছিলাম যে এই মামলা পুরোটাই ভুয়ো। এটা বিজেপি অফিসে বসে লেখা হয়েছিল। ৫০০ অভিযান চালানোর পরেও কিছু পাওয়া যায়নি।