প্রাকৃতিক রোষের বলি উত্তরাখণ্ড। একটানা মেঘভাঙা বৃষ্টি আর ভূমিধসের জেরে বিপর্যস্ত উত্তরকাশী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ধারালি এলাকা থেকে ১১ সেনা জওয়ান-সহ প্রায় ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ধস ও জলে এখনও পর্যন্ত দু’টি দেহ উদ্ধার হয়েছে।নিখোঁজের সংখ্যা ৫০-এরও বেশি। উদ্ধারকাজ চলছে, তবে ঘটনাস্থলে প্রায় ৫০-৬০ ফুট গভীর কাদামাটি জমে গিয়েছে, যা চলমান বালির মতো, যেখানে ভারী যন্ত্র ছাড়া কিছুই সম্ভব নয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। (আরও পড়ুন: 'অনেক মূল্য দিতে হবে জানি, তবে ভারত প্রস্তুত আছে', শুল্ক যুদ্ধের আবহে বার্তা মোদীর)
আরও পড়ুন: মার্কিন শুল্ক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে মউ স্বাক্ষর ভারতের
বুধবারই উত্তরকাশীতে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পরেই মৃত্যুমিছিল বাড়ছে।এরমধ্যেই তীব্র জলোচ্ছ্বাসের জেরে ভেঙে পড়েছে একটা ব্রিজ। যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে উত্তরকাশীর ধারালি এবং হর্ষিলির মতোন প্রত্যন্ত এলাকায়। জনজীবন কার্যত বিধ্বস্ত।কংক্রিটের সেতু ভেঙে পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। ফলে উদ্ধারকার্যে বেগ পেতে হচ্ছে সেনাকে।এদিকে, প্রবল জলোচ্ছ্বাসে ধ্বংসপ্রাপ্ত পাহাড়ি পথ পার হয়ে বন্যায় নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে ধারালি পৌঁছানোর জন্য মরিয়া হয়ে অনেক স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলের কাছে জড়ো হয়েছেন। যদিও রাস্তা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। (আরও পড়ুন: কাশ্মীর নিয়ে ২৫টি বই নিষিদ্ধ হল, তালিকায় সুগত বসু, অরুন্ধতী রায়ের লেখা)
আরও পড়ুন-বিহারের বাসিন্দা ট্রাম্প? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুতে সরব তৃণমূল
সেনা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। এমনকী উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকেও বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম উত্তরকাশীতে এসে উদ্ধারকাজে সহায়তা করছে। রাজ্য সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে। প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকার্যে বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, নিখোঁজদের খোঁজে ও দুর্গতদের সাহায্যে কোনও কমতি থাকছে না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘উত্তরকাশীর ধারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। উদ্ধার ও ত্রাণকার্য দ্রুত গতিতে চলছে। ঈশ্বরের কাছে সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।' এই ঘটনার ফলে গঙ্গোত্রি ধাম যা চারধাম তীর্থের অন্যতম, বর্তমানে সম্পূর্ণভাবে বাকি ভারতের সঙ্গে বিচ্ছিন্ন। (আরও পড়ুন: ২ মাসে দ্বিতীয়বার আমেরিকায় যাচ্ছেন মুনির, ঘনিষ্ঠতা বাড়ছে মার্কিন-পাক সেনার?)
আরও পড়ুন: 'আরও নিষেধাজ্ঞা জারি হবে', ভারত সংক্রান্ত প্রশ্ন শুনেই বড় দাবি ট্রাম্পের