গাড়ি, সেমিকন্ডাক্টর, ফার্মা পণ্যের ওপর শুল্ক চাপার ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। মায়ামিতে এক সভায় ভাষণ রাখার সময় এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, 'আরও বেশ কিছু পণ্যের ওপর আগামী মাসে কিংবা যত শীঘ্র সম্ভব শুল্ক চাপাতে চলেছি। গাড়ি, সেমিকন্ডাক্টর, চিপ, মেডিক্যাল পণ্য, ওষুধ, কাঠের তক্তার পণ্যে শুল্ক চাপাব আমি।' যদিও এই ঘোষণা নিয়ে বিশদে কিছু তিনি বলেননি। ইতিমধ্যেই 'প্রতিশোধমূলক শুল্ক' চাপানোর ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্প এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন। পরে মোদী আমেরিকার মাটি ছাড়তেই নয়া শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলে ট্রাম্প। ১৯ ফেব্রুয়ারি মায়ামিতে কতকটা সেই ঘোষণারই যেন পুনরাবৃত্তি করেন ট্রাম্প। (আরও পড়ুন: মোদীকে হারাতেই কি $২১ মিলিয়ন খরচ USA-র? 'ভারতকে বলতে হবে…', বিস্ফোরক খোদ ট্রাম্প)
আরও পড়ুন: ভারতে টেসলার কারখানা তৈরি নিয়ে ইলন মাস্কের ‘সমালোচনায়’ ডোনাল্ড ট্রাম্প, বললেন…
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন, এবার গাড়ি এবং বাইকের ওপরে আমদানি শুল্ক চাপাবে আমেরিকা। আর ১৯ তারিখ মায়ামিতে সেই তালিকায় আরও কিছু পণ্য যোগ করেছেন ট্রাম্প। এর আগে ১৪ ফেব্রুয়ারি ট্রাম্প জানান, ২ এপ্রিল এই নয়া শুল্ক নিয়ে বিস্তারিত ঘোষণা করবেন তিনি। বিভিন্ন অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা যাতে আমেরিকায় গাড়ি তৈরি করতে শুরু করে, এর জন্যেই এই নয়া শুল্ক আরোপের পথে হাঁটা হবে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে অবশ্য তাঁর 'ডান হাত' ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা চালু করতে পারেন বলে শোনা যাচ্ছে। যা নিয়ে নাখুশ ট্রাম্প। (আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১৫ দিনের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা)
আরও পড়ুন: ছাঁটাই কর্মীদের ভয় দেখানো হয়েছিল? কেন্দ্রের রিপোর্ট তলবের আবহে মুখ খুলল ইনফোসিস
এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে 'প্রতিশোধমূলক শুল্ক' আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিশোধমূলক শুল্ক চাপাব। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যের উপরে যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের উপরে। বেশিও না, কমও নয়। (আরও পড়ুন: আমেরিকা থেকে পানামায় ৩০০ অবৈধবাসী, আছেন ভারতীয়ও, সাহায্যের আর্তি অনেকের)
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনই জঙ্গি হামলা পাকিস্তানে, সব মিলিয়ে কয়েক ঘণ্টায় মৃত…
অপরদিকে এই সবের মাঝেই অপরদিকে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। রিপোর্ট অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।