ওয়াশিংটনে এক সেনা হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে ভেঙে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের বিমান। সেই দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই সঙ্গে ভাইরাল হয়েছে এই দুর্ঘটনার পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন। বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষের ঠিক ৩০ সেকেন্ড আগে সামরিক হেলিকপ্টারটিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রশ্ন করে, 'প্যাট২৫ (হেলিকপ্টারের কল সাইন), তুমি কি সিআরজে (বিমানটি) দেখতে পাচ্ছ?' এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলতে শোনা যায়, 'প্যাট ২৫, সিআরজের পিছন দিয়ে যাও।' তবে এই বার্তার কয়েক সেকেন্ড পরই সংঘর্ষ হয় সেই হেলিকপ্টার এবং বিমানের। এরপর অন্য একটি বিমান এটিসি-কে বলে, 'টাওয়ার, ওটা (সংঘর্ষ) দেখলে কি?' (আরও পড়ুন: ষড়যন্ত্র-গুজবের তত্ত্বের পাশাপাশি ওঠে গুরুতর অভিযোগ,মহাকুম্ভে বড় পদক্ষেপ যোগীর)
আরও পড়ুন: খলিস্তানি নেতা নিজ্জর খুনে ভারত যোগের নির্দিষ্ট কোনও প্রমাণ নেই: কানাডার রিপোর্ট
এদিকে এই দুর্ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, একটি বিমান দূর থেকে উড়ে আসছে। রাতের অন্ধকারে বিমানের আলো দেখা যাচ্ছে। তারই সঙ্গে শহরের রাস্তার আলো আর চলন্ত গাড়ির আলোও দেখা যাচ্ছে। আচমকাই অন্ধকার আকাশে বিস্ফোরণ ঘটল। ছোট্ট একটি আলোর বিন্দু সেই বিমানের আলোতে গিয়ে যেন ধাক্কা মারল। এরপরই মাঝ আকাশে ক্ষণিকের জন্যে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। ততক্ষণের বিমানটি নীচে পড়ে যায়। আর ধোঁয়ার কুণ্ডলিটাও মিলিয়ে যায় কিছুক্ষণেই। (আরও পড়ুন: BSF-এর মহিলা জওয়ানের ওপর হামলার চেষ্টা, গুলি চলতেই ছুট বাংলাদেশিদের)
আরও পড়ুন: ভারতে ঢুকে বড় বড় গর্ত খুঁড়ছে বাংলাদেশিরা, দেখেই তাড়া গ্রামবাসীদের
আরও পড়ুন: কলকাতা হাই কোর্টের এই কাজে 'অসন্তোষ'… রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, বুধবার রাতে স্থানীয় সময় ৯টার সময় ওয়াশিংটন ডিসির কাছে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২-এর সংঘর্ষ হয় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে। সংঘর্ষের পরে বিমানটি পাশের নদীতে পড়ে যায়। রিপোর্টে দাবি করা হয়েছে, বিমানটিতে নাকি সর্বোচ্চ ৬৪ জন যাত্রী বহন করা যায়। দুর্ঘটনার কবলে পড়া কানসাস থেকে উড়েছিল। এদিকে দুর্ঘটনাস্থলটি হোয়াইট হাউজের থেকে খুব বেশি দূরেও নয়। এই দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সব উড়ান ওঠানামা আপাতত বন্ধ করে দেওয় হয়েছে। (আরও পড়ুন: বঙ্গোপসাগরে রণতরী থেকে মিসাইল লঞ্চ, মহড়ায় বাংলাদেশের নৌবাহিনী)
আরও পড়ুন: '... নিয়ম নয়', আরজি কর কাণ্ডের আবহেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
ঘটনা প্রসঙ্গে মার্কিন সিনেটর টেড ক্রুজ জানিয়েছেন, বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়। ক্রুজ বলেন, 'আমরা এখনও জানি না যে বিমানের কতজন নিহত হয়েছেন, তবে আমরা জানি যে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।' এদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে ট্রাম্পকে অবগত করা হয়েছে বলে জানান হোয়াইট হাউজ প্রেস সচিব ক্যারোলিন লেভিট। এদিকে যাত্রীবাহী বিমানটি পার্শ্ববর্তী পোটোম্যাক নদীতে পড়ে যায়।