সাম্প্রতিক ঘটনার জেরে ক্রমেই উত্তেজনা ছিয়েছে উত্তরপ্রদেশের সম্ভলে। সেখানে এই গোটা পরিস্থিতির নেপথ্যে আছে এক মসজিদ। এহেন পরিস্থিতিতে সম্ভলে 'বহিরাগতদের' প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই এবার আজ সম্ভলে যাওয়ার চেষ্টা করবেন কংগ্রেস নেতা তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এরই মাঝে আবার সম্ভলের জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেনসিয়া মঙ্গলবারই বুলন্দশহর, আমরোহা, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগর সহ পার্শ্ববর্তী জেলাগুলির কর্মকর্তাদের অনুরোধ করেছেন যাতে রাহুল গান্ধীকে তাঁদের জেলা সীমান্তেই থামিয়ে দেওয়া হয়। যাতে তিনি আর সম্ভলে প্রবেশ করতে না পারেন। এই আবহে গৌতম বুদ্ধ নগর ও গাজিয়াবাদের পুলিশ কমিশনারদের পাশাপাশি আমরোহা ও বুলন্দশহরের পুলিশ সুপারদের চিঠি দিয়েছেন সম্ভলের জেলাশাসক। (আরও পড়ুন: কোন ৩ নীতি মেনে চিনের সঙ্গে আলোচনার টেবিলে ভারত? জানালেন জয়শংকর)