অপারেশন সিঁদুর নিয়ে বাদল অধিবেশনে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছিল বিরোধী ইন্ডিয়া ব্লক। এরই মাঝে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রবিবার জানিয়ে দিয়েছেন, সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর সহ মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার। অধিবেশনের আগে ডাকা সর্বদলীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সভার কাজকর্ম সুষ্ঠুভাবে নিশ্চিত করতে সরকার ও বিরোধীদের মধ্যে আরও বেশি সমন্বয়ের আহ্বান জানান রিজিজু। (আরও পড়ুন: সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নস্যাৎ করলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী)
আরও পড়ুন: চতুর্থবার ব্রিটেন সফরে মোদী, পা রাখবেন চিন ঘনিষ্ঠ মুইজ্জুর দেশেও
উল্লেখ্য, পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কি না, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির জন্য ট্রাম্প মধ্যস্থতা করেছেন কি না, এই ধরনের একাধিক প্রশ্ন বিরোধী শিবির থেকে উঠেছে বিগত সপ্তাহগুলিতে। এই আবহে রিজিজু বলেন, সরকার লোকসভায় বিষয়টি নিয়ে আলোচনা করবে। বিরোধীদের ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সরকার পার্লামেন্টে উপযুক্ত জবাব দেবে।' প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে (এসআইআর), পহেলগাঁও হামলা, ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির মতো ইস্যু নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করার জন্য বিরোধীরা কোমর কষছেন। তবে অপারেশন সিঁদুর নিয়ে সরকার আলোচনা করার কথা বলে বিরোধীদের অস্ত্রকে ভোঁতা করতে চাইছে বলে মনে হচ্ছে। (আরও পড়ুন: বাংলাদেশের আবদুল ৮ বছর ধরে 'নেহা' পরিচয়ে থাকছে ভারতে, হতবাক পুলিশ)
আরও পড়ুন: গোপালগঞ্জে সাধারণ বাংলাদেশিদের ওপর অত্যাচার বাহিনীর, সেনা প্রধান ওয়াকার বললেন...
এদিকে এবারের বাদল অধিবেশনে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ভর্মার অপসারণ প্রক্রিয়া। তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকালীন, তাঁর বাসভবনের কম্পাউন্ডে থাকা আউটহাউজ থেকে বিপুল পরিমাণ পুড়ে যাওয়া নোট উদ্ধার হয়েছিল। এই নিয়ে সংসদীয় বিষয়ক দফতরের দায়িত্বে থাকা রিজিজু বলেন, বিচারপতি ভার্মার অপসারণের প্রস্তাবটি ইতিমধ্যেই আইনপ্রণেতাদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। বিচারপতি ভার্মাকে অপসারণের প্রস্তাবে সাংসদদের স্বাক্ষরের সংখ্যা ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে। (আরও পড়ুন: বাণিজ্য আলোচনা করতে যাওয়া ভারতীয় কর্মকর্তারা দেশে ফিরলেন, চুক্তি কি এবার হবে?)
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়া বিমানে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি ছিল? সামনে আমদাবাদ দুর্ঘটনার নয়া তথ্য
উল্লেখ্য, আজ কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার নেতা জেপি নাড্ডার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের প্রতিনিধিত্ব করেন কিরেন রিজিজু ও অর্জুন রাম মেঘওয়াল। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ ও জয়রাম রমেশ, এনসিপি (শরদ পাওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে, ডিএমকে-র টিআর বালু এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (এ) কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে।