বাংলা নিউজ > ঘরে বাইরে > বাজেট ২০২২-২৩: কর বসেছে মানেই যে ক্রিপ্টো বৈধ, এমনটা কিন্তু নয়
পরবর্তী খবর
ক্রিপ্টোয় কর বসছে। তার মানে সরকার শেষমেশ ক্রিপ্টোকারেন্সিকে স্বীকৃতি দিল। বাজেট ঘোষণার পড়ে এমনটাই ভাবছেন? একটু ভুল হচ্ছে। গতকালের বাজেটের ঘোষণার কিছুই ক্রিপ্টো বিনিয়োগকারীদের জন্য খুশির খবর নয়। বাজেটের ঘোষণার ফলে ক্রিপ্টোকারেন্সিগুলি 'আইনত বৈধ',এমন অনুমান সম্পূর্ণ ভুল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দ্বারা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) ইস্যু করাই হোক, বা ক্রিপ্টোকারেন্সি লেনদেনে আয়ের উপর কর- এগুলির কোনটিই কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেয় না।
তবে এটা ঠিক, এর মানে সরকার ক্রিপ্টোকারেন্সিগুলিকে অবৈধ বলেও ধরছে না। সত্যি বলতে বাজেট ঘোষণার আগে সরকারের যে অবস্থান ছিল, সেটাই রয়ে গেল। ভারতে এখনও অস্পষ্ট ক্রিপ্টোকারেন্সির বৈধতা।
আরও পড়ুন : Budget 2022: 'ডিজিটাল রুপি' কী? সেটা কি আসল টাকার মতোই? জানুন বাজেটের নয়া ঘোষণার বিষয়ে