দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে স্কুলের প্রিন্সিপালকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে হরিয়ানায়।ঘটনাটি স্কুল প্রাঙ্গণের ভেতরে ঘটে এবং হামলার পর অভিযুক্ত ছাত্ররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি দুই নাবালককে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানায় হিসার জেলার একটি বেসরকারি স্কুলে।পুলিশ জানিয়েছে, দুই ছাত্রের হামলায় মৃত্যু হয়েছে বছর পঞ্চাশের জগবীর সিংয়ের। তিনি হিসারের বাস বাদশাহপুরের কারতার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডরি স্কুলের প্রিন্সিপাল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলের সামনেই তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। এই ঘটনায় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জগবীর সিং পান্নুকে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হিসারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃত প্রিন্সিপালের দেহ।স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলা চালানোর পর ছুটে পালাচ্ছে দু’জন।
আরও পড়ুন-কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান? শুক্রবারই প্রকাশ্যে আসতে পারে প্রাথমিক তদন্ত রিপোর্ট
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে প্রিন্সিপাল ছাত্রদের স্কুল পরিচালক শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কার করেছিলেন। অভিযোগ করা হয়েছে যে পান্নু তাদের চুল না কাটা এবং অপরিচ্ছন্ন পোশাক পরার জন্য তিরস্কার করেছিলেন, যার কারণে উভয় ছাত্রই ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার স্কুলে তাকে ছুরি দিয়ে আঘাত করে।পুলিশের মতে, স্কুলে কাউন্সেলিং কার্যক্রমের অংশ হিসেবে পান্নু শিক্ষার্থীদের শৃঙ্খলা সম্পর্কে শিক্ষা দিতেন। তিনি শিক্ষার্থীদের চুল ছোট রাখতে এবং সঠিকভাবে ইউনিফর্ম পরতে বলতেন। ধারণা করা হচ্ছে, এর কারণেই ক্ষোভের বশে শিক্ষার্থীরা এই ভয়াবহ পদক্ষেপ নিয়েছে। জগবীর সিং পান্নুর স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গেছেন। তাঁর এক ছেলে আইনজীবী, এবং অপর জন চিকিৎসক।
আরও পড়ুন-কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান? শুক্রবারই প্রকাশ্যে আসতে পারে প্রাথমিক তদন্ত রিপোর্ট
থানার ইনচার্জ ইন্সপেক্টর মনদীপ জানান, অভিযুক্ত ছাত্রদের ধরার জন্য বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে এবং অন্যান্য ছাত্র ও কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল প্রাঙ্গণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।তদন্ত চলছে। জগবীর সিংয়ের বাবা দয়ানন্দ সরকারের কাছে অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে,এই ঘটনায় স্থানীয় শিক্ষামহল এবং অভিভাবকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি করেছে।