এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাধীনতা দিবসের সকালে দিল্লিতে প্রাণ হারালেন দুই ব্যক্তি। দিল্লির দ্বারকায় অবস্থিত এর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে দিল্লির সেক্টর ৮-এ অবস্থিত এই হোটেলে আজ সকাল ৭টা ২৫ মিনিট নাগাদ আগুন লাগে।সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় জমকল। স্থআনীয়রা দমকলকে ফোন করে ঘটনাস্থলে ডাকে আগুন নেভাতে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আটটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। এখনও অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যায়নি। আরও কেউ এই বিল্ডিংয়ে আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে তল্লাশি, উদ্ধার কাজ। এদিকে উদ্ধার কাজ এবং কুলিং-অফ প্রক্রিয়া শেষ হলে অগ্নিকাণ্ডের মূল কারণ প্রসঙ্গে তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে।এদিকে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ দ্বারকা পুলিশ স্টেশনের পুলিশ কর্তারাও। এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ বিল্ডিংটি থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে। তবে প্রাথমিক ভাবে মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। মৃতদের পরিচয় জানতে খোঁজ শুরু করেছে পুলিশ।