'টিউবলাইট বিজেপি।' সুপ্রিম কোর্ট ইস্যুতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে কটাক্ষ করেছেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে শীর্ষ আদালত সরাসরি এই আইনে স্থগিতাদেশ না দিলেও তা নিয়ে বেশ কিছু 'নেতিবাচক' পর্যবেক্ষণ করেছে। যা নিয়ে ক্ষুব্ধ বিজেপি।এমনকি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর প্রশ্ন তুলেছেন দেশের বিচার ব্যবস্থা নিয়ে। এরমধ্যেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন গোড্ডার চারবারের সাংসদ নিশিকান্ত দুবে।
আরও পড়ুন: 'পুলিশই মমতার তত্ত্ব খারিজ করেছে', বিভাজনের রাজনীতি নিয়ে পালটা আক্রমণ বিজেপির
বার্তাসংস্থা এএনআইকে নিশিকান্ত দুবে বলেন, 'নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনি কীভাবে নির্দেশনা দিতে পারেন? রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। সংসদ এই দেশের আইন প্রণয়ন করে। আপনি কি সেই সংসদকে নির্দেশ দেবেন? আপনি কীভাবে একটি নতুন আইন তৈরি করছেন? কোন আইনে লেখা আছে যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে? এর মানে হল আপনি এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান।' নিশিকান্ত দুবের সুরেই সুর মেলান আরেক বিজেপি সাংসদ দীনেশ শর্মা। তিনি বলেন, 'ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে কেউ নির্দেশ দিতে পারে না। রাষ্ট্রপতিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না।' আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।
হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেন, 'আপনারা টিউবলাইট। আপনারা আদালতকে হুমকি দিচ্ছেন? আপনারা জানেন সংবিধানের ১৪২ ধারা কী? যেটি বি আর আম্বেদকর প্রণয়ন করেছিলেন। বিজেপি প্রতারণা করছে এবং ধর্মীয় যুদ্ধের হুমকি দিচ্ছে। মোদীজি, আপনার লোকেরা এতটাই উগ্র হয়ে উঠেছে যে তারা আদালতকে হুমকি দিচ্ছে। এদের না থামালে দেশ দুর্বল হবে।দেশ আপনাকে ক্ষমা করবে না এবং আগামীদিনে আপনি ক্ষমতায় থাকবেন না।' অন্যদিকে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, 'বিজেপি নেতারা সুপ্রিম কোর্টকে দুর্বল করার চেষ্টা করছে। সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে আইন করা যাবে না। ইলেক্টোরাল বন্ডের মতো বিষয়ে সুপ্রিম কোর্ট সরকারের পদক্ষেপকে অসাংবিধানিক বলেছে। তাই আদালতকে লক্ষ্য করা হচ্ছে।' কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস সমালোচনা করে বলেন, 'নিশিকান্ত দুবের মতো একজন উগ্র সাংসদের সাহস নেই যে তিনি তার প্রভুদের নির্দেশ ছাড়া সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে মুখ খুলবেন। আর কতদিন আপনি রাম বলে ডাকবেন এবং ছুরিকাঘাত করবেন, নাড্ডা?'
আরও পড়ুন-ধনখড়ের তো জানা উচিত...., সুপ্রিম রায় নিয়ে জগদীপের অসন্তোষ নিয়ে কটাক্ষ সিব্বলের
অন্যদিকে, নিশিকান্ত দুবের থেকে দূরত্ব বাড়াল দল। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক্স-এ লিখেছেন, 'বিজেপির সঙ্গে নিশিকান্ত দুবে এবং দিনেশ শর্মার বিচার বিভাগ ও প্রধান বিচারপতি সম্পর্কিত মন্তব্যের কোনও সম্পর্ক নেই। এগুলো তাদের ব্যক্তিগত মতামত। বিজেপি এই মন্তব্য সমর্থন করে না এবং পুরোপুরি প্রত্যাখ্যান করে।' তিনি আরও বলেন, 'বিজেপি সবসময় বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল এবং এর নির্দেশ ও পরামর্শ মেনে চলে, কারণ আমরা বিশ্বাস করি, সুপ্রিম কোর্ট-সহ দেশের সব আদালত গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ।'