প্রিয়াঙ্কা দেববর্মন
আমরণ অনশন অবশেষে প্রত্য়াহার করে নিলেন তিপ্রা মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। গত ২৮ শে ফেব্রুয়ারি থেকে তিনি এই আমরণ অনশন শুরু করেছিলেন। তবে অবশেষে তিনি তাঁর অনশন ভঙ্গ করলেন। তিনি জানিয়েছেন, দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্য়মে ৬০ শতাংশ যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হয়েছে। আর বাকি ৪০ শতাংশ যুদ্ধ একসঙ্গে থেকে ও এক সঙ্গে লড়াই করার মাধ্যমে হবে।
প্রদ্যোৎ কিশোর জানিয়েছেন, বাকি ৪০ শতাংশ দাবি আদায়ের জন্য় আমাদের আরও লড়াই করতে হবে। যদি আমরা ৭০-৮০ শতাংশ প্রতিশ্রুতিও আদায় করতে পারি তবে একটা বড় পরিবর্তন আসবে। যদি ৩০ শতাংশ জনতাও (আদিবাসী) সুবিধা পান তবে বাকি ৭০ শতাংশও লাভবান হবেন। তিনি জানিয়েছেন, বাঙালি, মুসলিম, সহ অন্য়ান্য সম্প্রদায়ের কাছ থেকে আমি সমর্থন পেয়েছি। কোনও সাম্প্রদায়িক ইস্যু যাতে তৈরি না হয় সেব্যাপারে আমি বলেছি।
প্রদ্যোৎ কিশোর তাঁর বক্তব্যে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে ভুল কাজ এর আগে হয়েছে সেটা ধাপে ধাপে সংশোধন করা হবে। তিনি বলেন, আমি বলেছিলাম যে আমি খালি পেটে যাব ও খালি হাতে আসব না। এটা কোনও দলের নয়। এটা যুবকদের, মায়েদের, শিশুদের জয়। আগামী প্রজন্মের জন্য এই জয়। আমাদের সময় প্রায় বিগত। এবার আমায় আগামী প্রজন্মের কথা ভাবতে হবে। বিজেপির সঙ্গে তিপ্রা মোথার যোগসাজশ প্রসঙ্গে তিনি বলেন, আমি রাজনীতি নিয়ে কিছু বলব না। কোনও আপোস, ক্ষমকার দরকষাকষি নিয়ে কিছু বলব না। ভোট আসছে। কেন্দ্রীয় সরকার আমায় লিখিতভাবে জানিয়েছেন, আমায় এটা মানতে হবে।
তিনি বলেন, নিউদিল্লিতে আমাদের আওয়াজ পৌঁছে দিয়েছি। এর সঙ্গে হিংসার কোনও ব্যাপার নেই। এদিকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নিয়ে তিনি জানিয়েছেন, আমি চাই শিক্ষাবিদ, আইনজীবী, শিক্ষিত ও সৎ মানুষরা যাঁরা এই রাজ্যের ইতিহাস সম্পর্কে পরিচিত তাঁদের আমরা যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে সামনে আনতে চাই।