বাংলা নিউজ > ঘরে বাইরে > রানওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, লেলিহান শিখা গ্রাস করল তিব্বতের বিমানকে, দেখুন ভিডিয়ো
পরবর্তী খবর
ফের চিনে বড়সড় বিমান দুর্ঘটনা ঘটল। কয়েকিন আগেইমার্চ মাসে চিনে একবিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৩২ জন যাত্রী। সেই স্মৃতি ফিরিয়ে নিয়ে এলচোঙ্গকিং। চিনেরচোঙ্গকিং থেকে তিব্বত এয়ারলাইন্সের একটি লাসাগামী বিমান এই দুর্ঘটনার কবলে পড়ে। যদিও ঘটনায় কেউ নিহত হননি। পাইলট ও অন্যান্য বিমানকর্মীদের তত্পরতায় শতাধিক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি এয়ারবাস ৩৯১ ছিল। (আরও পড়ুন: যোগী রাজ্যে বড় জালিয়াতি, ৩ লাখ কৃষকের থেকে ‘PM কিষাণে’র টাকা ফেরত নেবে সরকার!)