State Bank of India Stocks: ২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বাজিমাত করেছে SBI। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো আদ্যোপান্ত ব্যবসায়িক সংস্থাকেও টেক্কা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। স্বাভাবিকভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেশের সবচেয়ে লাভজনক সংস্থার শেয়ার।
Ad
বর্তমানে দেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান ভারতীয় স্টেট ব্যাঙ্ক। SBI-এর দুর্দান্ত আয়ের রিপোর্টই নজর কেড়েছে শেয়ারে বিনিয়োগকারীদের। ফাইল ছবি: রয়টার্স
State Bank of India Shares: জুন ২০২২-এর সময় থেকেই ক্রমেই বাড়ছে ভারতীয় স্টেট ব্যাঙ্কের শেয়ার। চলতি বছরে(YTD) এখনও পর্যন্ত প্রায় ৩০% রিটার্ন দিয়েছে SBI-এর শেয়ার। বিশেষজ্ঞদের ধারণা আরও চড়তে পারে এই শেয়ার। আর তা হবে না-ই বা কেন। বর্তমানে দেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান ভারতীয় স্টেট ব্যাঙ্ক। SBI-এর দুর্দান্ত আয়ের রিপোর্টই নজর কেড়েছে শেয়ার বাজার বিনিয়োগকারীদের।
SBI-এর দাম বৃহস্পতিবার তার সর্বকালের সর্বোচ্চ ৬২৯.৫৫ টাকা ছুঁয়ে ফেলে। গত ৬ মাসে এই PSU ব্যাঙ্কের শেয়ারের দাম ৪৩৫ টাকা থেকে বেড়ে ৬৩০ টাকার স্তরে পৌঁছে গিয়েছে। খুব কম সময়ের মধ্যেই প্রায় ৪৫% রিটার্ন পেয়েছেন অনেকে।
স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান সুদের হারের কারণে ব্যাঙ্কের আমানতে আগের তুলনায় বেশি রিটার্ন পাচ্ছেন গ্রাহকরা। ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক ব্যাঙ্কে আমানত করছেন। এর ফলে ব্যাঙ্কের ক্যাশ ফ্লো বৃদ্ধি পাচ্ছে। এদিকে ঋণ প্রদানের পরিমাণও বেড়েই চলেছে। তাতেও বেড়েছে সুদ। সব মিলিয়ে ব্যাঙ্কের ব্যবসা এখন বেশ আদর্শ পর্যায়ে রয়েছে। শেয়ার বাজারে দিনের শেষে কোনও সংস্থার ব্যবসায়িক রিপোর্টই মূল প্রভাব ফেলে। আর SBI-এর শেয়ার সেই বিষয়টিই আরও একবার প্রমাণ করে দিল। পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI! আপনার কত লাভ হবে? দেখে নিন
২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বাজিমাত করেছে SBI। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো আদ্যোপান্ত ব্যবসায়িক সংস্থাকেও টেক্কা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের একত্রিত নেট আয়(consolidated net income) ১৪,৭৫২ কোটি টাকা। এদিকে এই একই সময়পর্বে মুকেশ আম্বানির সংস্থার নেট আয় ১৩,৬৫৬ কোটি টাকা। বিশ্বের অন্যতম বড় সংস্থাকেও টেক্কা দিয়েছে এসবিআই। স্টেট ব্যাঙ্কের এই সাফল্য যে কর্মী ও গ্রাহকদের গর্বের বিষয়, তা বলাই বাহুল্য। স্টেট ব্যাঙ্কের দুর্দান্ত আয়ের রিপোর্টের সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে।