জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইসলামাবাদের বিরুদ্ধে নয়া দিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে। যার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। এই আবহে ৭ বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করেছে নরেন্দ্র মোদীর সরকার। আর উপদেষ্টা পর্ষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন ডিরেক্টর অলোক জোশীকে।
আরও পড়ুন-বাণিজ্যনগরী মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনার দেবেন ভারতী, কে তিনি?
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস হামলায় ২৬ জনের মৃত্যুর পর কেন্দ্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকেরা রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন সামরিক ব্যাকগ্রাউন্ডের, দু'জন আইপিএস অফিসার এবং একজন প্রাক্তন কূটনীতিক আছেন।জানা গেছে, সামরিক বাহিনী থেকে, প্রাক্তন সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল একে সিং, প্রাক্তন ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা এবং নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্নাকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত দুই আইপিএস অফিসার রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং রয়েছেন উপদেষ্টা পর্ষদে। পাশাপাশি অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার বি ভেঙ্কটেশ ভার্মাকেও নিয়োগ করেছে মোদী সরকার।
আরও পড়ুন-বাণিজ্যনগরী মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনার দেবেন ভারতী, কে তিনি?