
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
উজ্জ্বলা স্কিমে ফের গ্যাসের ভর্তুকি বাড়িয়ে দিল সরকার। উপকৃত হবেন বহু মানুষ। তবে কংগ্রেসের দাবি, সামনেই একাধিক রাজ্যের বিধানসভা ভোট। সেখানে জনতার মন জয়ের জন্য এই ভর্তুকি বাড়িয়ে দেওয়া হল। তবে এই সমস্ত রাজ্যের বিজেপির ভোটে ধস নামার পরে আবার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হবে।
দেশের একাধিক রাজ্যে বিধানসভা ভোট। আর তার আগে গ্যাসের দাম এক ধাক্কায় কমে গেল। এতদিন বিরোধীরা গ্যাসের দাম কেন বাড়ছে তা নিয়ে সুর চড়াতেন। তবে এবার ঝপ করে কমিয়ে দেওয়া হল গ্যাসের দাম। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আগে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হত। সেই ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
সেক্ষেত্রে এখন উজ্জ্বলা গ্য়াসের ব্যবহারকারীদের ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য ৭০৩ টাকা দিতে হয়। এবার তাদেরকে দিতে হবে ৬০৩ টাকা। কিছুটা হলেও স্বস্তি পাবেন আম জনতা। তবে এবার এই গ্যাসের ভর্তুকি বাড়িয়ে দেওয়া নিয়ে মুখ খুলেছে কংগ্রেস।
কংগ্রেস নেতা অজয় কুমারের দাবি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানাতে ভোট মিটে যাওয়ার পরে ডিসেম্বর মাসে ফের গ্য়াসের ভর্তুকি তুলে নেওয়া হবে। এরপর আবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে। এরপর আবার দেখবেন লোকসভা ভোটের আগে ৩০০ টাকা ফের কমিয়ে দেওয়া হবে গ্যাসের দাম।
কংগ্রেসের দাবি, এটাই সাহেবের স্বভাব। একের পর এক ভোট রয়েছে। এটা একটা বাধ্য়বাধকতা। তবে এটা তাদের বাঁচাতে পারবে না। আমার কথাটা মিলিয়ে নেবেন। যেমনি ভোট মিটে যাবে, ওরা হেরে যাবে সেদিনই দেখবেন গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হবে।
সূত্রের খবর, প্রতি বছর ১২টি পর্যন্ত গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি মিলবে। ২০০ টাকা থেকে ভর্তুকি বাড়িয়ে এবার ৩০০ টাকা করে দেওয়া হল। প্রায় ৯.৬ কোটি উপভোক্তা এতে উপকৃত হবেন।
ভোটের আগে বড় চমক দিল মোদী সরকার। বিধানসভা ভোট মিটলে লোকসভা ভোট। তখন আবার গ্যাসে কতটা চমক থাকে সেটাও দেখার। তবে শুধু যে ভোটমুখী রাজ্যে এই সুবিধা তেমনটা নয়, এই সুবিধা মিলবে গোটা দেশজুড়ে। লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। উৎসবের মরশুমের আগেই খুশির খবর মোদী সরকারের তরফে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports