আবারও ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা।এবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর ভেঙে পড়ল অন্য একটি বিমান। যার জেরে বড় ধরনের আগুন লেগে যায় বিমানবন্দরে। আর মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
জানা গেছে, মন্ট্যানার ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটেছে। সিঙ্গল একটি বিমান বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। সেই সময়ই ঘটে বিপত্তি। সরাসরি আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর আছড়ে পড়ে বিমানটি। সিঙ্গল ইঞ্জিনের ছোট বিমানটিতে চার যাত্রী সওয়ার ছিলেন। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাস্থলে ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, পর পর কয়েকটি বিমান দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক পাশেই দু'টি বিমান আগুনের গ্রাসে পুড়ছে। ক্যালিস্পেলের পুলিশ চিফ জর্ডান ভেনেজিও জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। হতাহতের খবর জানা যায়নি এখনও পর্যন্ত। ফেডারেল এভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেন পরিস্থিতির উপর নজর রাখছে।
আরও পড়ুন-কুকুরের পর বিড়াল! ফের বিতর্কে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বিহারে হুলুস্থূল
ক্যালিস্পেলের দক্ষিণে অবস্থিত বিমানবন্দরটি আয়তনে ছোট। শহরের মোট বাসিন্দার সংখ্যা ৩০ হাজার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আছড়ে পড়া বিমানটি দক্ষিণ দিক থেকে আসছিল। রানওয়ের শেষ মাথায় একেবারে অন্য একটি বিমানের উপর ভেঙে পড়ে সটান। আগুনের গোলা গ্রাস করে নেয় চারপাশের সবকিছু। তবে ভেঙে পড়া বিমানটির পাইলট এবং তিন যাত্রী কোনও রকমে লাফিয়ে বাঁচেন বলে জানিয়েছেন ক্যালিস্পেলের দমকল প্রধান জে হেগেন। দু'জন আহত হয়েছেন। তাদের বিমানবন্দরেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় হোটেলের ম্যানেজার রন ড্যানিয়েলসন জানান, হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। কিছু বুঝে ওঠার আগে কালো ধোঁয়া দেখতে পান আকাশে। তাঁর কথায়, 'ওই আওয়াজই অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। মনে হল কিছু যেন জোরে আঘাত করেছে মাথায়। মাথা ঝিমঝিম করছিল একটা সময় পর।'
আরও পড়ুন-কুকুরের পর বিড়াল! ফের বিতর্কে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বিহারে হুলুস্থূল
এফএএ রেকর্ড অনুসারে, যে বিমানটি আছড়ে পড়ে, সেটি একটি সোকাটা টিবিএম ৭০০ টার্বোটপ বিমান। ২০১১ সালে সেটি তৈরি। বিমানটির মালিক পুলম্যানের মিটার স্কাই এলএলসি। বিমানবন্দরে খালি দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর ভেঙে পড়ে সেটি। জানা গিয়েছে, দুর্ঘটনার পর দাউদাউ করে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। মুহূর্তের মধ্যে ছড়িয়েও পড়ে আগুন। বিধ্বংসী আগুনে বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্যালিস্পেলের পুলিশ চিফ।