২৬/১১ মুম্বাই সন্ত্রাসবাদী হামলার অভিযুক্ত তাহাউর রানার প্রত্যর্পণ বিরোধী জরুরি আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। রানা তার আবেদনে দাবি করেছিল, মুসলিম এবং পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে ভারতে নির্যাতন করা হবে তাকে। তবে তার সেই দাবি ধোপে টেকেনি মার্কিন শীর্ষ আদালতে। এই রায়ের পর এখন রানাকে ভারতে প্রত্যর্পণের পথ পরিষ্কার হয়ে গিয়েছে। (আরও পড়ুন: লঞ্চের পরেই স্টারশিপের নিয়ন্ত্রণ হারাল স্পেসএক্স, বাহামাসের ওপরে ধ্বংস মহাকাশযান)
আরও পড়ুন: মহাকুম্ভে বিস্ফোরণের পরিকল্পনা ছিল, তারপরই রাম মন্দির! জেরায় বিস্ফোরক ধৃত আব্দুল
আরও পড়ুন: 'আগে যা মনে করা হয়েছিল...', চাঁদের বরফ নিয়ে ধারণা বদলে দিল চন্দ্রযান ৩
২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলায় নাম জড়িয়েছিল কানাডার ব্যবসায়ী তাহাউর রানার। এহেন রানাকে ভারতে আনার চেষ্টা চলছিল। তবে ২০২৩ সালে মার্কিন আদালতে রানাকে ভারতে নিয়ে আসার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল। তবে সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মার্কিন সরকার এবার তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে পারবে। এই আবহে এই জঙ্গিকে ভারতে নিয়ে আসতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে ভারত। পরে মোদীর মার্কিন সফরকালে রানার প্রত্যর্পণে অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফের মার্কিন শীর্ষ আদালতে শেষ চেষ্টা করে রানা। তবে তার সেই চেষ্টায় জল ঢালল মার্কিন সুপ্রিম কোর্ট। (আরও পড়ুন: শুল্ক যুদ্ধে নয়া মোড়, ট্রাম্পের পর বড় সিদ্ধান্ত ট্রুডোর, তবে 'লড়াই' থামছে না)
আরও পড়ুন: জয়শংকরের নিরাপত্তা বলয় লঙ্ঘন খলিস্তানির, 'প্রতিবাদের অধিকারকে সমর্থন…', বলল UK
আরও পড়ুন: কার কথায় হাসিনার সঙ্গ ত্যাগ করেছিল বাংলাদেশ সেনা? বড় দাবি UN হাইকমিশনারের
উল্লেখ্য, ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে ১৯৯৭ সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই আবহে ভারতের অনুরোধে আমেরিকার প্রশাসন রানাকে গ্রেফতার করেছিল। ২০১১ সালে শিকাগোর আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল রানা। তার বিরুদ্ধে লস্কর-ই-তইবা জঙ্গিদের সাহায্য করার অভিযোগ ছিল। প্রসঙ্গত, তাহাউর রানার বন্ধু পাকিস্তানি-আমেরিকান নাগরিক ডেভিড কোলম্যান হেডলি। এই আবহে ২০২৩ সালের মে মাসে একটি মার্কিন আদালত পাক বংশোদ্ভূত রানাকে ভারতে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছিল। তবে সেই রায়ের বিরুদ্ধে রানা আবেদন করেছিল। তারপর রানার প্রত্যর্পণ প্রক্রিয়া থমকে গিয়েছিল। (আরও পড়ুন: প্রতিদিন ১৩০০০ কোটির ক্ষতি! বিশ্বে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তি ইলন মাস্ক)
আরও পড়ুন: 'ইসলাম বৈজ্ঞানিক', শামির 'রোজা বিতর্কে' মুখ খুললেন রোহিতকে 'মোটা' বলা শামা
তবে ২১ জানুয়ারি তাহাউর রানার প্রত্যর্পণে ছাড়পত্র দেয় আমেরিকার শীর্ষ আদালত। প্রসঙ্গত, তাহাউর রানা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরেই সওয়াল করে আসছিল নয়াদিল্লি। ভারতের দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার এই নাগরিকই হলেন সেই ব্যক্তি, যিনি ২০০৮ সালের মুম্বই হামলার ঘটনায় অন্যতম চক্রী। তাই ভারতের বিচারব্যবস্থার অধীনেই তাঁর বিচার হওয়া উচিত। তবে গত ১৬ ডিসেম্বর মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলগার মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, যাতে শীর্ষ আদালত রানার আবেদন খারিজ করে দেয়। এদিকে রানার আইনজীবী ২৩ ডিসেম্বর সরকারের প্রস্তাব চ্যালেঞ্জ করেন এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান, যাতে এই মামলায় রানার রিট পিটিশন গ্রহণ করা হয়। কিন্তু, শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালত রানার আবেদনের বিরুদ্ধেই রায় ঘোষণা করে দেয়। আর এবার রানার শেষ আশাও ভেঙে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট।