তুরস্ক সীমান্তের কাছে রাজোর মিলিটারি পুলিশ জেল থেকে ২০ জন আইএস জঙ্গি পালিয়েছে বলে খবর। মনে করা হচ্ছে, যে সংখ্যক আইএস জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের সংখ্যা কমপক্ষে ২০। তবে সর্বাধিক ১৩০০ হতে পারে। এমনই জল্পনা। কারণ, এই জেলে ২০০০ জন আবাসিকের মধ্যে ১৩০০ জন ছিল আইএস ফাইটার ও জঙ্গি।