সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য মামলায় কিছুটা স্বস্তি পেলেন তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। এনিয়ে আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত উদয়নিধির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য রিট পিটিশন গ্রহণ করতে অস্বীকার করে। শীর্ষ আদালত এই আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।
আরও পড়ুন: মশা মারার ধূপের ছবি পোস্ট করলেন জুনিয়র স্ট্যালিন, সনাতন ধর্ম মন্তব্যে অনড়!
শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি প্রসন্ন বি. ভারালের বেঞ্চ আবেদনকারীদের জিজ্ঞাসা করেন, কীভাবে এই রিট পিটিশন সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে বৈধ হতে পারে। বেঞ্চ বলেছে, আবেদনকারী আইনের অধীনে বিকল্প প্রতিকার চাইতে পারেন। তখন আবেদনকারীর পক্ষে আইনজীবী দামা শেশাদ্রি নাইডু আইনের অধীনে অন্যান্য প্রতিকার অনুসরণ করার জন্য মামলা প্রত্যাহার করতে সম্মত হন।
উল্লেখ্য, সনাতন ধর্ম নিয়ে উদয়নিধির মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। আবেদনকারীরা দাবি করেছেন, মন্ত্রীর মন্তব্য ‘ঘৃণাত্মক’ ছিল এবং এই মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এছাড়াও, সারা দেশে তাঁর বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এদিকে, উদয়নিধিও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তিনি সমস্ত ফৌজদারি অভিযোগ একত্রিত করার জন্য এই মামলা করেন। সেটি সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন।
সনাতন ধর্ম নিয়ে কী বলেছিলেন উদয়নিধি?
২০২৩ সালের সেপ্টেম্বরে চেন্নাইতে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে যোগ দিয়ে জুনিয়র স্ট্যালিন বলেছিলেন, যে সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের বিরুদ্ধে। তাই ম্যালেরিয়া এবং ডেঙ্গির মতো একে নির্মূল করা উচিত। উল্লেখ্য, সম্মলনের নাম ছিল ‘সনাতন বিরোধী সম্মেলন’। উদয়নিধি বলেছিলেন, ‘এই সম্মেলনের শিরোনাম খুবই ভালো। সনাতন বিরোধী সম্মেলন-এর পরিবর্তে ‘সনাতন নির্মূল সম্মেলন’- এর আয়োজন করেছেন। এরজন্য আমার অভিনন্দন। আমাদের কিছু জিনিস নির্মূল করতে হবে যেগুলির বিরোধিতা আমরা করতে পারি না। আমাদের মশা, ডেঙ্গি, ম্যালেরিয়া, করোনা ভাইরাস ইত্যাদির বিরোধিতা করা উচিত নয়।’ উদয়নিধির এই মন্তব্যের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, কর্নাটক, বিহার, জম্মু-কাশ্মীর এবং মহারাষ্ট্রে একাধিক এফআইআর দায়ের হয়েছিল। পরে সেই মামলাগুলিকে একত্রিত করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন উপ মুখ্যমন্ত্রী।