বাংলা নিউজ > ঘরে বাইরে > Electoral Bond Case in SC: নির্বাচনী বন্ডের মেয়াদ ১৫ দিন বাড়ানো কি ঠিক? মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে
দুই রাজ্যে নির্বাচনের মধ্যে ইলেক্টোরাল বন্ড বিক্রির মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে পিটিশন দাখিল হয়েছিল, তা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
সম্প্রতি কেন্দ্রের তরফে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, যে বছরে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হবে, সেখানে ইলেক্টোরাল বা নির্বাচনী বন্ড বিক্রির জন্য বাড়তি ১৫ দিন দেওয়া হবে। যদিও কেন্দ্রের সেই সংশোধিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি হবে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। যে বেঞ্চে আছেন বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি জেবি পার্দিওয়ালাও।
পরবর্তী খবর