
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চতুর্থ জেনারেশন যুদ্ধ। তা নিয়েই নতুন করে আলোকপাত করলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার হায়দরাবাদে ন্যাশানাল পুলিশ আকাদেমির অনুষ্ঠানে এনিয়ে মতামত দেন ডোভাল। সিভিল সোসাইটিকে ভাগ করে দেওয়ার, বিকৃত করে দেওয়ার চেষ্টা চলবে। আপনাদেরই দেখতে হবে এই সমাজ যেন সুরক্ষিত থাকবে। পুলিশকে পরামর্শ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।
এই আকাদেমিরই প্রাক্তনী অজিত ডোভাল। ২০২০ ব্যাচের পাস আউট প্যারাড অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ১৩২জন ট্রেনি আইপিএস ও ১৭জন বিদেশি অফিসার ট্রেনিকে এই পাস আউট অনুষ্ঠানে ছিলেন। সেখানে অজিত ডোভাল বলেন, জনতা খুব গুরুত্বপূর্ণ। সিভিল সোসাইটিকে ফোর্থ জেনারেশন অফ ওয়ারফেয়ার হিসাবে গণ্য় করা যেতে পারে। বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুলিশের ভূমিকাও তুলে ধরেন তিনি। পাকিস্তান, চিন, মায়ানমার, বাংলাদেশ সংলগ্ন প্রায় ১৫ হাজার কিলোমিটার সীমান্তের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অজিত ডোভাল জানিয়েছেন, দেশের ৩২ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা সুরক্ষিত রাখা পুলিশের কর্তব্য়। তিনি বলেন, এই এলাকা সম্প্রসারিত হচ্ছে। বর্ডার ম্যানেজমেন্টের দায়িত্বও আপনাদের উপর থাকছে। প্রায় ১৫ হাজার সীমান্ত এলাকায় অদ্ভূত কিছু সমস্যা থেকেই যায়। তাঁর মতে, নানা ধরনের সুরক্ষাজনিত ব্যাপার রয়েছে সীমান্ত এলাকায়। চিন, পাকিস্তান, মায়ানমার ও বাংলাদেশ সীমান্ত রয়েছে আমাদের দেশের সঙ্গেই। পুলিশ ও কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে এর বিভিন্ন দিক সম্পর্কে নজরে রাখতে হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports