
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভুবনেশ্বরের মঞ্চেশ্বরের কাছে একটি নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার হল কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃতদেহ।
সাত তলা বিল্ডিং থেকে ঝাঁপ। এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। একটি নির্মীয়মান বিল্ডিং থেকে সেই ছাত্র ঝাঁপ দেয় বলে খবর। কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ওই ছাত্র। ঝাঁপ দেয় ওই ছাত্র। এমনটাই খবর।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর,ভুবনেশ্বরের মঞ্চেশ্বরের কাছে একটি নির্মীয়মাণ বহুতলের কাছ থেকে কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ছাত্র অর্ণব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা। তিনি কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে বি টেক ডিগ্রি (তৃতীয় বর্ষ) কোর্সে পড়াশোনা করতেন এবং বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলে থাকতেন।
হস্টেল থেকে অনেক দূরে ওই এলাকায় তার উপস্থিতির কারণ এখনও জানা যায়নি। ভুবনেশ্বরের সহকারী পুলিশ কমিশনার (জোন-৫) বিশ্বরঞ্জন সেনাপতি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসিন্দারা ওই ছাত্রকে পড়ে থাকতে দেখে ও তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। মাঞ্চেশ্বর পুলিশ দ্রুত সাড়া দেয় এবং ছাত্রটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
‘তল্লাশির সময় আমরা কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের একটি স্লিপ উদ্ধার করি, যার পরে পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে কিন্তু সনাক্ত করতে পারেনি। আজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থানায় গিয়ে আমাদের জানায় যে বিটেক (তৃতীয় বর্ষ) কম্পিউটার বিজ্ঞান শাখার একজন ছাত্র নিখোঁজ। এবং নিশ্চিত হয়েছেন যে দেহটি নিখোঁজ ছাত্রের,’ এসিপি বিশ্বরঞ্জন সেনাপতি এএনআইকে বলেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports